পুতিনকে সরাসরি বৈঠকে বসার আহ্বান জেলেনস্কির

Share Now..

যুদ্ধ বন্ধে বৈঠকে বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ফের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।কিয়েভে শনিবার (২৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, যিনি এই যুদ্ধ শুরু করেছেন তার পক্ষেই সম্ভব এটি শেষ করার।

জেলেনস্কি আরো বলেন, যদি উভয়ের এই সাক্ষাত রাশিয়া ও ইউক্রেনকে শান্তি স্থাপনের দিকে নিয়ে যায় তবে তিনি পুতিনের সাথে বসতে ভয় পান না। প্রথম থেকেই রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি বৈঠকে বসার জন্যে জেলেনস্কি আহ্বান জানিয়ে আসছেন।

তিনি আরও বলেন, এটি এমন নয় যে আমি তার সাথে সাক্ষাত করতে চাইছি। বিষয়টি হলো কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা।

এদিকে জেলেনস্কি আবারো সতর্ক করে বলেছেন, মারিওপোলের অবরুদ্ধ ইষ্পাত কারখানার বাদবাকী সৈন্যদের রাশিয়া হত্যা করলে তারা আর আলোচনায় বসবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *