পুতিনের মেয়েসহ ৩৯৮ রুশ নাগরিকের ওপর জাপানের নিষেধাজ্ঞা

Share Now..

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়েসহ ৩৯৮ রুশ নাগরিক ও ২৮টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে জাপান। এই নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কোনও সম্পদ জাপানে থাকলে সেগুলো জব্দ করা হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাপান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, পুতিনের দুই মেয়ের পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী মারিয়া লাভরোভা এবং কন্যা একেতেরিনা লাভরোভার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান সরকার।
এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তরফ থেকেও পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারা হচ্ছেন মারিয়া ভরোন্তোসভা এবং ক্যাটেরিনা টিখোনোভা। রুশ প্রেসিডেন্টের সাবেক স্ত্রী লিউডমিলা শেকরেবনেভার গর্ভজাত সন্তান তারা। মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস, এই দুই সন্তানের মাধ্যমে নিজের সম্পদ লুকিয়ে রেখেছেন পুতিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *