পুরনো প্রেমিকেই ভরসা!

Share Now..

ক’দিন আগেই বাগদান সেরেছেন তারকা দম্পতি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। তবে ‘মিডিয়ার অত্যাধিক মনোযোগ’ এড়াতে বিয়ের পরিকল্পনা গোপন রাখতে চাচ্ছেন তারা।

এই দম্পতির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে, কিছুদিন আগে তারা বাগদান সেরেছেন। কিন্তু কখন এবং কোথায় বিয়ে করছেন সে বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হবে না। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে সব জানাতে চান এই তারকাযুগল।

এছাড়া গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, জেনিফার তার জন্মদিন উপলক্ষে কাছের বন্ধুদের আমন্ত্রণ জানাবেন এবং সেই আনুষ্ঠানটি বিয়ের অনুষ্ঠানে পরিণত করবেন এই তারকা। সেখানে মাত্র ৪০ থেকে ৫০ জন কাছের বন্ধু-বান্ধব উপস্হিত থাকবেন। তবে এবার এই দম্পতির বিয়ের খবর সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না।

উল্লেখ্য, সম্প্রতি ‘লেটস গেট লাউড’ গায়িকা জেনিফার ৮.৫ ক্যারেটের সবুজ আংটি পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অ্যাফ্লেকের সাথে তার বাগদানের ঘোষণা দেন। তবে অ্যাফ্লেকের সঙ্গে এবারই প্রথম বাগদান করলেন না এই গায়িকা। এর আগে ২০০২ সালে বাগদান হয়েছিল তাদের। কিন্তু ২০০৪ সালে বিচ্ছেদ হয়। এরপর অ্যাফ্লেক অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেন। কিন্তু গার্নারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ করেন অ্যাফ্লেক।

অন্যদিকে গায়ক মার্ক অ্যাম্হনিকে বিয়ে করেন লোপেজ। এই দম্পতির ২০০৮ সালে যমজ ম্যাক্স এবং এমের জন্ম হয়। তবে ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয় তাদের।

এছাড়া লোপেজ ২০১৭ সালে অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে প্রেমের খবরে আসেন। তবে এক্ষেত্রে অ্যাফ্লেকও কম যান না। তিনিও লোপেজের সঙ্গে আবারও সম্পর্ক গড়ার আগে আনা ডি আরমাসের সঙ্গে চুটিয়ে প্রেম করেন। কিন্তু গত জানুয়ারিতে ভেঙে যায় সেই সম্পর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *