পুরনো সম্পর্কে বন্দি সারা!

Share Now..

নিজেদের প্রেম-বিচ্ছেদের গল্প অনেকদিন আগেই শেষ করেছেন অভিনেত্রী সারা আলী খান ও কার্তিক আরিয়ান। তবে ভক্তদের তাদের সম্পর্ক নিয়ে কৌতুহল এখনও থামেনি। এমনকি এই দুই তারকাও বিচ্ছেদ ছাপিয়ে বন্ধুত্বের গল্পে আটকে রেখেছেন নিজেদের।

যে কারণে মাঝেমধ্যেই একে অন্যের সম্পর্কে মন্তব্য করে আসেন আলোচনায়। ক’দিন আগেই করণ জোহরের শোতে গিয়ে পুরনো প্রেমিক কার্তিককে নিয়ে খোলামেলা কথা বলেন সারা। যা নিয়ে রীতিমোত ক্ষেপে যান কার্তিক।

অন্যদিকে কার্তিককে ছেড়ে একাধিক তারকার সঙ্গে এরই মধ্যে নাম জড়িয়েছেন সারা। কার্তিকও এই জায়গায় পিছিয়ে নেই। তিনিও ক’দিন পর পরই নতুন প্রেম নিয়ে শিরোনামে আসছেন। সব মিলিয়ে পুরনো প্রেম ভুলে নতুনে মজেছেন দুজনই। তবু যেন তাদের সম্পর্ক কোথায় গিয়ে আটকে আছে। নতুন প্রেম, ঝগড়া-বিবাদ থাকলেও বিশেষ দিনগুলোতে একে অন্যকে ভুলতে পারেন না সারা-কার্তিক!

সেই ধারাবাহিকতায় কার্তিকের জন্মদিনে সারা হাজির হলেন প্রেমিকার ভূমিকায়। কার্তিক তার ওপর চটলেও তাতে বিশেষ কান দিতে রাজি নন সারা। বরং গত বুধবার কার্তিকের জন্মদিনে তার সঙ্গে নিজের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সারা। কার্তিককে জন্মদিনের শুভেচ্ছাও জানান ‘কেদারনাথ’ অভিনেত্রী। সঙ্গে জুড়ে দেন হাসির একটি ইমোজিও। যদিও সেই শুভেচ্ছার এখনও কোনো উত্তর দেননি কার্তিক। তবে নেটিজেনরা মনে করছেন, এখনও বন্ধুত্বের গল্প বলে নিজেদের সম্পর্ক চালিয়ে যাচ্ছেন সারা-কার্তিক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *