পুরস্কারের মৌসুম

Share Now..

নতুন বছরে নতুন উদ্যমে শুরু, পাশাপাশি পুরোনো কাজের স্বীকৃতি—সব মিলিয়ে আনন্দের মৌসুম তৈরি করে তারকাদের জীবনে। চলতি বছরও এরই মধ্যে তারকাদের হাতে তুলে দেওয়া হয়েছে গ্লোল্ডেন গ্লোব, ফিল্মফেয়ারের মতো চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কার। আগামী মার্চে বসবে চলচ্চিত্রের সম্মানজনক আসর অস্কার।

আসরগুলোও নানা চমক দিয়েছে সিনেপ্রেমীদের। সেগুলো নিয়ে লিখেছেন এ এম রুবেল

স্বামী-স্ত্রীর বাজিমাত!

গত বছরই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। এবার নতুন বছরের শুরুতেই আরো একটি সেরার মুকুট পরলেন তিনি। ফিল্মফেয়ারের ৬৯তম আসরে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে আলিয়ার হাতে। শুধু তাই নয়, সেরা অভিনেতার পুরস্কারও একই ঘরে চলে গেছে! ‘অ্যানিমেল’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন রণবীর কাপুর।

নবীনের কাছে পরাজয়

২০১১ সালে শেষবার ব্ল্যাক লেডি হাতে এসেছিল শাহরুখের। এবার অনেকেই ভেবেছিলেন ফিল্মফেয়ার যাবে শাহরুখ-দীপিকার ঘরে। গত বছর সবচেয়ে হিট সিনেমা ‘জওয়ান’। দুই নম্বরে রয়েছে শাহরুখের ‘পাঠান’। অথচ পাঠান বক্স অফিসে ঝড় তুললেও মনোনয়নে খোঁজ মেলেনি তার। তবে জওয়ান এবং ডানকির জন্য জোড়া মনোনয়ন পেয়েছিলেন কিং খান। যদিও শেষ হাসি কেড়ে নিয়েছেন রণবীর। বিষয়টি বেশ অবাকই করেছে সমালোচকদের।

হাইপ তুলল ‘ওপেনহাইমার’

সকলের ধারণাকে সত্যে পরিণত করে আসন্ন অস্কার মনোনয়নে রেকর্ড গড়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ওপেনহাইমার’। সর্বাধিক ১৩টি বিভাগে মনোনয়ন নিজের করে নিয়েছে সিনেমাটি। বক্স অফিসে ‘ওপেনহাইমার’ সিনেমার প্রতিদ্বন্দ্বী ‘বার্বি’ অবশ্য কিছুটা হতাশ করেছে। সিনেমাটি পেয়েছে ৮টি মনোনয়ন। অন্যদিকে ‘পুয়োর থিংস’ ১১টি ও ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার ১০টি বিভাগে মনোনয়ন পাওয়ায় বেশ চমকে গেছেন সিনেপ্রমীরা।

এমার পঞ্চাশ ভাগ!

দুই দশক অপেক্ষার পর কিছুদিন আগে জয় করেছেন গ্লোল্ডেন গ্লোব। সেই রেশ কাটতে না কাটতে এবার অস্কার মনোনয়নেও নজর কেড়েছেন এমা স্টোন। চতুর্থবারের মতো সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন পুয়োর থিংস সিনেমার জন্য। সিনেবোদ্ধারা ধারণা করছেন দ্বিতীয়বারের মতো শেষ হাসি হাসতে পারেন এমা।

বিলির স্বপ্ন পূরণ!

দীর্ঘ ক্যারিয়ারে দেশ-বিদেশের অসংখ্য সম্মানজনক পুরস্কার ঘরে তুললেও এখন অবধি অস্কার ছুঁয়ে দেখতে পারেননি জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী বিলি আইলিশ। এবার হয়তো সেই আক্ষেপ দূর হচ্ছে। সেরা মৌলিক গানের মনোনয়ন পেয়েছেন তিনি।

গুঞ্জনে বয়কট!

অনেকেই মনে করেছিলেন ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির মাধ্যমেই দ্বিতীয় অস্কার হাতে উঠবে ডিক্যাপ্রিওর। কিন্তু মনোনয়নেই নেই তার নাম! শুধু তাই নয়, সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে ‘বার্বি’ তারকা মারগট রবির নাম খুঁজে না পেয়ে অবাক হয়েছেন অনেকেই। মনোনয়ন মেলেনি ছবিটির নির্মাতা গ্রেটা গারউইগেরও। যা নিয়ে এরই মধ্যে অস্কার বয়কটসহ নানা জল্পনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *