পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের বিকল্প নেই: নূর

Share Now..

পুরানো রাজনৈতিক দলগুলোকে ‘জঞ্জাল’ আখ্যায়িত করে তা থেকে মানুষকে মুক্ত করতে রাজনীতিতে নতুনদের আগমন প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরোনো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নেই। আজকে যে তরুণরা বিপ্লব ঘটিয়েছে, গণঅভ্যুত্থান ঘটিয়েছে এই তরুণরাই পারবে আগামীর বাংলাদেশকে সঠিক পথে পারিচালিত করতে। সোমবার ট্রাক প্রতীকে রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নুরুল হক নুর এসব কথা বলেন।  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুর বলেন, গণঅধিকার পরিষদ হচ্ছে নতুন প্রজন্মের, নতুনদের রাজনৈতিক দল। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারুণকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। দল নয়, মত নয়, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গড়বো দেশ। জাতীয় স্বার্থ গণঅধিকার পরিষদের অন্যতম প্রাধান্য।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণঅধিকার পরিষদ নিবন্ধনের জন্য  নির্বাচন কমিশনে( ইসি) আবেদন করেছিল। তবে তখন দলটিকে নিবন্ধন দেয়নি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসি। তখন ইসির এ সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে গণ অধিকার পরিষদকে সোমবার নিবন্ধন দিল হাবিবুল আউয়াল কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *