‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের জোরে, নারীর হলে শরীরের বিনিময়ে’

Share Now..

বরারবরই ঠোঁটকাটা স্বভাবের পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যখন যা মনে হয় তাই বলতে পছন্দ করেন। আগে পিছনে ভাবেন না। এই সময়ে এসেও সমাজে লিঙ্গবৈষ্যম্য বিরাজমান। সম্প্রতি এই বিষয়ে কড়া মন্তব্য করেছেন অভিনেত্রী।

তার ভাষ্যে, ‌‘২০২৫ সালেও কর্মক্ষেত্রে আমাদের নারীদের অধিকার নিয়ে লড়াই করতে হয়। কোনও পুরুষের যদি পদোন্নতি হয়, সে ক্ষেত্রে বলা হয় পরিশ্রমের জোরে যোগ্যতা দিয়ে পদোন্নতি হয়েছে। কিন্তু একজন নারীর ক্ষেত্রে বলা হয়, অনুচিত পন্থায় রফা করেছেন বা তার শরীরের বিনিময়, সৌন্দর্যের নিরিখে পদোন্নতি হয়েছে। সেটা তো রয়েছেই। নারীদের দক্ষতা, কাজের প্রতি অনুরাগ উপেক্ষা করা হয় সর্বতোভাবে।’ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘নিখোঁজ’-এর দ্বিতীয় মৌসুম। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে আলোচনায় স্বস্তিকা মুখোপাধ্যায়। সিরিজটিতে অভিনয়সহ নানা প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। আলাপে আলাপে উঠে এসেছে তার ক্যারিয়ার, চলচ্চিত্র-ভাবনাসহ নানা প্রসঙ্গ। ‘নিখোঁজ’-এ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। এ ধরনের চরিত্র বাংলা কনটেন্টে খুব একটা দেখা যায় না। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘প্রথম থেকেই উত্তেজনা ছিল চরিত্রটা নিয়ে। এখানে পুলিশ শুধুই যে অপরাধ দমন করছে, এমন নয়। চরিত্রটার মধ্যে পুলিশ ও মা পাশাপাশি চলছে। মায়ের জেদ আর পুলিশের দক্ষতা- দুটোই এই চরিত্র দাবি করে। খানিকটা সত্য আর অনুভূতির রেষারেষি তুলে ধরার চেষ্টা করেছি এই চরিত্রে। পরিচালককে মাঝেমধ্যেই বলতাম, মা কোথাও বেশি হয়ে যাচ্ছে না তো! আজও কোথাও কোথাও তো ধরে নেওয়া হয়, নারী পুলিশ ততটাও দক্ষ নয় যতটা পুরুষ।’ পরিস্থিতির বদল প্রসঙ্গে স্বস্তিকা আরও বলেন, ‘আমাদের সমাজ ও দেশের অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। আরজি করের ঘটনার পরে মনে হয়েছিল কত কিছু বদলাবে! সম্প্রতি মেট্রো স্টেশনে চুমুর ঘটনাটা নিয়েও তো কত কাণ্ড! মানসিকতার যে কোনও রদবদলই হয়নি তা স্পষ্ট। এই পুরো ঘটনায় দোষী এক জনই, যিনি চুমু খাওয়ার ভিডিও করেছিলেন আর ছড়িয়ে দিয়েছিলেন। তাকে নিয়ে তো কোনও কথাই হল না। তার অন্যায়টা নিয়ে কেউ কথা বলল না, উল্টে ভালবেসে কেউ কিছু করলে সেটা নিয়ে হইচই করা হয়। মেয়েটি চুমু খেয়ে যত অপরাধ করল!’

২৫ বছরের ক্যারিয়ার। কাজের ক্ষেত্রে এই বয়সে এসে কী মনে হয় সৌন্দর্য ধরে রাখার দিকে বিশেষ নজর দিতে হবে, এমন প্রশ্নে অভিনেত্রীর সহজাত উত্তর, ‘অভিনয়ই আমার শেষ কথা। তবে যদি কখনও ইচ্ছে হয়, আমি বোটক্স করাব। সবাই করাচ্ছে তাই আমাকেও করাতে হবে, এমন নয়। যদি কখনও আমার মনে হয়, এই পাতলা ঠোঁট ভাল লাগছে না অথবা, কপালে অত্যধিক ভাঁজ পড়ে যাচ্ছে, তা হলে করাব। মানুষ এত দিনে জেনে গেছে স্বস্তিকা মুখোপাধ্যায় দেখতে ভাল। ওটা নতুন কিছু নয়। আমার সাজ, সৌন্দর্য মানুষ দেখে নিয়েছেন এই ২৫ বছরে। তা সে শাড়ি হোক অথবা বিকিনি। যা দেখেননি তা হল নতুন চরিত্রের মাধ্যমে আমার অভিনয়। সেটা আমাকে দেখাতে হবে।’  স্বস্তিকা জানান, নতুন বছরে তার লক্ষ্য প্রচুর কাজ করা। মুম্বাইয়ে প্রচুর কাজ করতে চান। এ ছাড়া পশ্চিমবঙ্গে যে সব নির্মাতার সঙ্গে আগে কাজ করেননি, তাদের সঙ্গে সিনেমা বা সিরিজে অভিনয় করতে চান।

One thought on “‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের জোরে, নারীর হলে শরীরের বিনিময়ে’

  • January 15, 2025 at 11:51 am
    Permalink

    It iss nnot mmy first tike tto ggo tto see this site, i amm visitinjg thiis web page dailly andd obtain ood data from hre alll
    the time.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *