পুলিশের ধারণা হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে রাখা হয় শৈলকুপায় নিখোঁজ যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের মাঠ থেকে নিখোঁজ যুবক হৃদয় হোসেনের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ওই গ্রামের বিলের মাঠের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। হৃদয় হোসেন জাঙ্গালীয়া গ্রামের তোতা মিয়ার ছেলে। কাচেঁরকোল ইউনিয়নের মেম্বর সেলিম আকতার জানান, ধানক্ষেতের ভিতরে অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। গত পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হয় হৃদয় হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলো সে। শৈলকুপায় থানার ওসি আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Explore new worlds and become a gaming legend Lucky Cola