‘পুষ্পা ২’ দেখতে গিয়ে নারীর মৃত্যু, আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা
হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে মামলার জালে ফাঁসলেন প্যান ইন্ডিয়া তারকা আল্লু অর্জুন। ভারতীয় গণমাধ্যমের খবর, চিক্কদপল্লী পুলিশ স্টেশনে শুধু এই নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে ওই নারীর পরিবার।
৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লীর সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে নয়টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের আয়োজন ছিল। দিলসুখনগরের বাসিন্দা রেবতী (৩৫) ছেলে শ্রীতেজকে নিয়ে সিনেমাটির প্রিমিয়ার শো দেখতে গিয়েছিলেন।রাত সাড়ে ১০টা নাগাদ ‘পুষ্পা’ ছবির নায়ক আল্লু অর্জুন হঠাৎ সন্ধ্যা থিয়েটারে তার অনুরাগীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আল্লুর সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। আল্লুকে দেখার জন্য সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় প্রেক্ষাগৃহে। আর সেই সময় ভিড়ে ঠাসা এই প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী।
প্রেক্ষাগৃহে অস্বাভাবিক ভিড়ের কারণে দম বন্ধ হয়ে গিয়েছিল শ্রীতেজের। আর সে জ্ঞান হারিয়ে ফেলেছিল।বিধানগরের দুর্গা ভাই দেশমুখ হাসপাতালে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয়েছিল শ্রীতেজকে। এখন শ্রীতেজকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।চিক্কদপল্লী পুলিশ স্টেশনে আল্লু অর্জুন, তার নিরাপত্তা দল এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা করেছে রেবতীর পরিবার। তাদের বক্তব্য আল্লুর আগমনের কোনো আগাম খবর দেওয়া হয়নি। প্রেক্ষাগৃহের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে রেবতীর পরিবারের অভিযোগ।
পুলিশের বক্তব্য, আল্লু তার নিরাপত্তারক্ষীসহ প্রেক্ষাগৃহে পৌঁছেছিলেন। আর তখন বাইরের মানুষ তার সঙ্গে হলে ঢোকার চেষ্টা করেছিল। ফলে সাধারণ মানুষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ আরও জানিয়েছে, আল্লুর মতো বড় তারকার নিরাপত্তা কিংবা ভিড় নিয়ন্ত্রণের জন্য বাড়তি কোনো ব্যবস্থা নেয়নি প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। অভিনেতা এবং তার টিমের প্রবেশ কিংবা বের হওয়ার জন্য আলাদা কোনো দরজার ব্যবস্থাও ছিল না। অভিনেতার সঙ্গেই দর্শকেরাও হলে ঢোকার চেষ্টা করেন। তার নিরাপত্তারক্ষীরা জনতাকে ধাক্কা মারেন। ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
প্রয়াত রেবতীর স্বামী ভাস্কর জানিয়েছেন, তারা পুরো পরিবার মিলে ঠিক করেছিলেন পুষ্পা ২ ছবিটির প্রথম শো দেখতে যাবেন। কারণ তাদের ৯ বছরের ছেলে দক্ষিণি তারকা আল্লু অর্জুনের দারুণ ভক্ত। কিন্তু স্ত্রী মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি।
It’s awesome to visit this site and reading the views of all friends concerning this paragraph,
while I am also eager of getting knowledge.
вывод из запоя в стационаре наркологии вывод из запоя в стационаре наркологии .
карниз с приводом карниз с приводом .
промокод на продамус скидка подключение promokod-prodam.ru .
промокод продамус промокод продамус .
дом для пожилых людей в симферополе http://www.soglasovanie-pereplanirovki-kvartiry11.ru .
порно с чудовищем порно с чудовищем .
1вин официальный сайт 1вин официальный сайт .