পূর্ণশক্তির দল নিয়েই পাকিস্তানে যাবে অস্ট্রেলিয়া
অনীহা দেখায়নি কোনো খেলোয়াড়, তাই পাকিস্তান সফরে পূর্ণ শক্তির দল নিয়েই যাবে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি।
চূড়ান্ত অনুমতি পেলে জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে টেস্ট দল। তিন টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৩ মার্চ। এছাড়া তিনটি ওয়ানডে ও একটি টি-২০ খেলবে দুই দল।
গত বছর নিউজিল্যান্ড ও ইংল্যান্ড নিরাপত্তার কারণ দেখিয়ে স্থগিত করেছিল পাকিস্তান সফর। যার ফলে অস্ট্রেলিয়ার যাওয়া নিয়েও তৈরি হয় শঙ্কা। তবে ধোঁয়াশা কেটে যাবে বলে বিশ্বাস বেইলির। তিনি বলেন, ‘দুই দেশের বোর্ড এ বিষয়টা নিয়ে কাজ করছে। আনুষ্ঠানিকভাবে অনুমতি পেলে আমরা দল ঘোষণা করতে পারবো।’
তিন টেস্টের জন্য মূল দল থেকে বাদ পড়তে পারেন ঝাই রিচার্ডসন। ইনজুরি প্রবণ এই পেসারকে বিশ্রাম দিয়ে খেলাতে চান নির্বাচকরা।