পূর্ব ইউক্রেনের স্কুলে হামলা, ৬০ জনের অধিক নিহতের শঙ্কা

Share Now..

পূর্ব ইউক্রেনের একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে পুড়ে যাওয়া স্কুলের ধ্বংসাবশেষে অন্তত ৬০ জন নিখোঁজ রয়েছেন এবং তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর প্রকাশ করেছে আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (৮ মে) লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেন, ‘রাশিয়ান বাহিনী স্কুলে বোমা চালিয়েছে। এতে দুই জনের নিহতের খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপ থেকে আরও ৩০ জন বেসামরিক নাগরিককে বের করে আনা হয়েছে।’

বিলোহোরিভকা গ্রামে অবস্থিত ওই স্কুলটিতে প্রায় ৯০ জন মানুষ আশ্রয় নিয়েছিল। শনিবারের হামলার পর আগুন ভবনটিকে গ্রাস করে। হাইদাই বলেন, ‘প্রায় চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর ধ্বংসস্তূপ পরিষ্কার করা হয়। দুর্ভাগ্যবশত, দু’জনের মৃতদেহ পাওয়া যায়।’

‘ধ্বংসস্তূপ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে সাতজন আহত হয়েছেন। ভবনের ধ্বংসস্তূপের নিচে বাকি ৬০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে,’ যোগ করেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে এ মন্তব্যের সতত্যা যাচাই করতে পারেনি আলজাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *