পূর্ব ইউক্রেনে একদিনে দেড় হাজারের অধিক যুদ্ধবিরতি লঙ্ঘন
রাশিয়া ও ইউক্রেন এখনো সরাসরি যুদ্ধে জড়ায়নি। তবে এরই মধ্যে যুদ্ধের দামামা বেজে গেছে। পূর্ব ইউক্রেনে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। অঞ্চলটিতে একদিনেই ১৪০০ এর বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে দেড় হাজারের অধিক যুদ্ধবিরতির লঙ্ঘন হয়েছে। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সরকারি বাহিনী এবং রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘাত হঠাৎ করেই বেড়ে গেছে। গতকাল শনিবার দোনেতস্ক এবং লুহানস্ক অঞ্চলে ১৪০০ এর বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই দিন দেড় হাজারেরও বেশিবার অস্ত্রবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই)-র পর্যবেক্ষকদের বরাত দিয়ে আরও বলা হয়েছে, পূর্ব ইউক্রেনে একদিনে মোট ১৫৬৬টি অস্ত্রবিরতি লঙ্ঘন হয়েছে। এর মধ্যে দোনেতস্ক অঞ্চলে ৫৯১টি এবং পার্শ্ববর্তী লুহানস্ক অঞ্চলে ৯৭৫টি।