পেঁয়াজের বাজারে আগুন

Share Now..

মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ

হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। আজ সোমবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান। 

এদিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে পেঁয়াজের দাম নিয়ে আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পেঁয়াজ নিয়ে কেবিনেটে না, আলাদাভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে।

তিনি বলেন, মাঠ পর্যায়ে এখন ক্লোজ মনিটরিং হচ্ছে। আজ তার কিছুটা ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে। গতকাল যে (দাম বৃদ্ধির) ট্রেন্ড ছিল আজ তো সে ট্রেন্ড নেই।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারের নির্দেশনা হচ্ছে মাঠ পর্যায়ে আমাদের নজরদারি বাড়ানো। যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের দিকে নজরদারি বাড়ানো এবং আমাদের যারা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা। নির্দেশনা পাওয়ার পর মাঠ পর্যায়ে টিম কাজ করছে।

মন্ত্রিসভার বৈঠক থেকে এমন নির্দেশনা এসেছে কিনা এমন প্রশ্নে সচিব বলেন, ওই সিদ্ধান্ত তো কেবিনেটে আলোচ্য বিষয় ছিল না। ওটা হলো সাধারণ প্রশাসনিক ব্যাপার। যখন একটি সমস্যা তৈরি হয়, তখন ওই মন্ত্রণালয় যারা সংশ্লিষ্ট থাকেন তাদের নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্তগুলো দিয়ে থাকি। যেহেতু এটা নিয়ে কাজ শুরু হয়েছে, তাই আজ কোনো আলোচনা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *