পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত

Share Now..

পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত।

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) এক আদেশে ২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে দেশটি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুপুরে ইত্তেফাক অনলাইনকে তিনি বলেন, ‘এ খবর আমি কিছুক্ষণ আগেই পেয়েছি। কী করবো এখনও ভেবে দেখিনি। এ বিষয়ে আমরা আলোচনা করে তারপর জানাবো।’

ভারতীয় সংবাদমাধ্যমে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত
এদিকে পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শুক্রবার তুলে ধরেছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এর আগে বৃহস্পতিবার ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড বা বৈদেশিক বাণিজ্য বিষয়ক মহাপরিচালকের কার্যালয় জানায়, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৮০০ ডলারের সিদ্ধান্তটি কার্যকর থাকবে। এর আগে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি ২৯ অক্টোবর প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য ৮০০ ডলার নির্ধারণ করা হয়।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের খবরে উল্লেখ করা হয়েছে, দেশে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *