পেপসি ভেবে বিষ পান করে মারা গেলো শিশু হাসানুর
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
পেপসি ভেবে বিষ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়লো ৮ বছরের শিশু হাসানুর। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রম্মপুর গ্রামে। মারা যাওয়া শিশু হাসানুর জোয়ার্দ্দার ব্রম্মপুর গ্রামের নিপুল জোয়ার্দ্দারের ছেলে। সে ব্রম্মপুর সরকারী প্রাথমিক বিদ্যলয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। হাসানুরের খালা সালমা খাতুন জানান, গত বৃহস্পতিবার সন্ধায় হাসানুরের বাবা নিপুল শেখ মাগরিবের নামাজ পড়ে বাজার থেকে কোমল পানীয় পেপসির বোতলে ঘাস মারা বিষ কিনে বাড়িতে আনেন। বারান্দার একপাশে রেখে তিন গরুর খাবার দিতে গোয়ালে যান। বোন মুসলিমাকে ভাগ দিতে হবে তাই একটু বেশী খাবার আশায় গোপনে টাইগারের বোতলে রাখা বিষ পেপসি ভেবে হাসানুর পান করে। মুখের মধ্যে বিজলে লাগলে সাথে সাথে সে পিতার কাছে দৌড়ে যায়। ঘটনা শুনে হাসানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বাবা নিপুল জোয়ার্দ্দার। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অস্থায় হাসানুর সোমবার দুপুরে মারা যায়। শৈলকুপা থানার সেকেন্ড অফিসার আমিরুজ্জামান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু হাসানুরের মৃত্যু সংবাদটি থানায় জানানো হয়েছে।
Get ready to conquer the virtual battlefield Lucky Cola