পেপ গার্দিওলার সংসারে ভাঙন

Share Now..

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার সংসারে ভাঙন লেগেছে। ৩০ বছর একসঙ্গে জীবন কাটানোর পর আলাদা হয়ে গেছেন গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্টিনা সারা।

এল পেরিওদিকো এমনটাই দাবি করেছে। জানা গেছে, গার্দিওলা ও সারা তাদের আলাদা হওয়ার বিষয়টি এরই মধ্যে কাছের বন্ধু এবং পরিবারের লোকদের জানিয়েছেন। তবে ছাড়াছাড়ি হলেও দুজন হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। 

এমনকি তিন সন্তানকে নিয়ে গত বড়দিনও একসঙ্গে কাটিয়েছেন তারা। গার্দিওলার সঙ্গে সারার প্রথম সাক্ষাত ১৯৯৪ সালে। তখন বার্সেলোনায় খেলা এই মিডফিল্ডারের বয়স ২৩ এবং সারার ২০, তবে তারা ২০১৪ সালের আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার চিন্তা করেননি। এই জুটির তিন সন্তান মারিয়া (২৪), মারিউস (২২) এবং ভ্যালেন্তিনা (১৭)।

২০১৯ এর এক প্রতিবেদনে জানা গিয়েছিল, নিজের ফ্যাশন বিজনেস দেখাশোনা করতে সারা ম্যানচেস্টার ছেড়ে এই দম্পতির এক সন্তানকে নিয়ে বার্সেলোনায় ফিরে গেছেন। 

এরপর থেকেই তিনি কাতালান রাজধানী এবং লন্ডনের মধ্যে তার সময় ভাগাভাগি করে নিয়েছিলেন। অন্যদিকে ম্যানচেস্টারে গার্দিওলাও নিজের চুক্তির মেয়াদ পূর্ণ করছিলেন। এবার এই জুটি নিজেদের আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আপাতত গার্দিওলা সিটিকে প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফেরানো নিয়ে মনযোগী বলে জানা গেছে। এই মুহূর্তে সিটি লিগ টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *