পেলোসির সফর ঠেকাতে বাইডেনকে বলেছিলেন শি
সম্প্রতি তাইওয়ান সফরে যান মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। তার এই সফর ঘিরে তাইওয়ান ও চীনের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এছাড়া চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে হয় উত্তপ্ত বাক্যবিনিময়। তবে চীনের সকল হুমকি ও হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ান সফরে যান পেলোসি। হোয়াইট হাউজের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। সেখানে বলা হয়েছে, গত মাসে চীনা প্রসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেন। সে সময় তিনি পেলোসি যেন তাইওয়ান সফরে না যান এই ব্যাপারে বাইডেনকে বলেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট শিকে বলেন মার্কিন কংগ্রেস স্বাধীন তাই পেলোসি তার বিদেশ সফরের সিদ্ধান্ত নিজে নিতে পারেন।
গত ২৫ বছরের মধ্যে ন্যান্সি পেলোসি হচ্ছেন তাইওয়ান সফরে যাওয়া সবচেয়ে উচ্চপদস্থ মার্কিন রাজনীতিক।
চীন-মার্কিন সম্পর্ক এমনিতেই ভালো যাচ্ছে না। কিন্তু প্রেসিডেন্ট বাইডেন যখন সেটিকে ঠিক করার চেষ্টা চালাচ্ছেন, তখন ন্যান্সি পেলোসির এই সফর যেন তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক টেনে আরও নিচে নামালো।