প্যান্ডোরা পেপারসে ‘অবৈধ’ বিনিয়োগ ছিল টেন্ডুলকারের

Share Now..

পানামা পেপারসের পর এবার এলো প্যান্ডোরা পেপারস। যার মাধ্যমে ফাঁস হলো নানান জায়গায় বিখ্যাত ব্যক্তিদের আর্থিক কেলেঙ্কারি। তাতে বাদ যায়নি ক্রীড়া জগতও। তালিকায় নাম রয়েছে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। ভারতের সাবেক এই ক্রিকেটারের অবৈধ বিনিয়োগের নথি ফাঁস করেছে প্যান্ডোরা পেপারস।

শুধু টেন্ডুলকারই নয় নাম আছে তার পরিবারের সদস্যদেরও। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে ২০১৬ সালে সাস ইন্টারন্যাশনাল লিমিটেড নামক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন টেন্ডুলকার ও তার পরিবার। যেখানে টেন্ডুলকারের ৯ শেয়ার (৮ লাখ ৫৬ হাজার ৭০২ মার্কিন ডলার), তার স্ত্রী অঞ্জলি টেন্ডুলকারের ১৪ শেয়ার (১৩ লাখ ৭৫ হাজার ৭১৪) ও শ্বশুর আনন্দ মেহতা ৫টি শেয়ার (৫ লাখ ৫৩ হাজার ৮২) রয়েছে।

যদিও টেন্ডুলকারের আইনজীবী বিনিয়োগটিকে বৈধ বলে দাবি করছেন। এদিকে, টেন্ডুলকার ছাড়াও প্যান্ডোরা পেপারসের তালিকায় নাম আছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলারও। কাতারের আল আহলি থেকে আয়কৃত অর্থ কর্তৃপক্ষের কাছে গোপন রেখেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *