প্যান্ডোরা পেপার্সের তালিকায় এক নম্বরে ইমরানের সরকার: মরিয়ম নওয়াজ
Share Now..
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে জনগণের সমর্থন চেয়েছেন পাকিস্তান মুসলীম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। তিনি বলেছেন, প্যান্ডোরা পেপার্সের তালিকায় এক নম্বরে আছে ইমরানের সরকার। এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জি ফাইভ।
প্রতিবেদনে বলা হয়, মরিয়ম বলেন, জাতিকে বলা হয়েছে ওই পেপার্সে ইমরানের নাম নেই। সে নাকি সৎ। চোরের দলের নেতা সৎ হয়, এমন কখনো শুনেছেন?
পররাষ্ট্র নীতির বিষয়ে কথা বলতে গিয়ে মরিয়ম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইমরানের ডাকে সাড়া দিচ্ছেন না। পরিস্থিতি হতাশাজনক, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখনও প্রধানমন্ত্রীকে ডাকেননি।