প্যারিসে বাড়ির বাইরে আবারও বাধ্যতামূলক মাস্ক পরিধান
ফ্রান্সের রাজধানী প্যারিসে এ সপ্তাহে বাসা-বাড়ির বাইরে মাস্ক পরিধান আবারও বাধ্যতামূলক করা হয়েছে। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকানোর লক্ষ্যে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
বুধবার (২৯ ডিসেম্বর) প্যারিস পুলিশ সদর দফরের এক বিবৃতিতে বলা হয়, প্রাইভেট গাড়ির ভিতরে থাকা ব্যক্তি, সাইকেল আরোহী, স্কুটারের মতো দুই চাকাবিশিষ্ট পরিবহনে থাকা ব্যক্তি ও খেলোয়াড়রা ছাড়া সকলের ক্ষেত্রে শুক্রবার (৩১ ডিসেম্বর) থেকে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক।
প্রাত্যহিক হিসাবে করোনা ভাইরাসে সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে ফ্রান্সে। এদিন দেশটিতে মোট ২ লাখ আট হাজার জন এ ভাইরাসে আক্রান্ত হয়। এদিকে বড়দিনের পর থেকেই ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ অনেক বেশি বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ওলিভির ভেলান বলেন, ‘ধামি ওমিক্রন ভ্যারিয়েন্টকে কেবলমাত্র একটি ঢেউ হিসেবে অভিহিত করবো না, আমি এটিকে একটি জলোচ্ছ্বাস হিসেবে অভিহিত করবো।’
বর্তমান পরিস্থিতিতে সরকার নাইটক্লাব বন্ধ রাখার মেয়াদ বাড়ানোসহ নতুন করে বিভিন্ন বিধিনিষেধের ঘোষণা দিয়েছে।
নেদারল্যান্ডের মতো ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে কঠোর লকডাউন আরোপ করা হলেও ফ্রান্স তা থেকে দূরে রয়েছে।
Melhor aplicativo de controle parental para proteger seus filhos – Monitorar secretamente secreto GPS, SMS, chamadas, WhatsApp, Facebook, localização. Você pode monitorar remotamente as atividades do telefone móvel após o download e instalar o apk no telefone de destino. https://www.mycellspy.com/br/