প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৮ সেপ্টেম্বর দৈনিক নবচিত্র পত্রিকায় “কালীগঞ্জ উপজেলার ১১ ইউপি চেয়ারম্যানের মধ্যে ৯ জন এলাকাছাড়া” উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমার বক্তব্য নি¤œরূপ ঃ আমি আজিজুল খাঁ ৮নং মালিয়াট ইউনিয়েনের নির্বাচিত চেয়ারম্যান। গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তন হলেও আমার কার্যক্রমে কোন ব্যাঘাত সৃষ্টি হয়নি। আমি ইউনিয়নবাসীর কাছে ও সর্বস্তরের মানুষের কাছে একজন জনপ্রিয় চেয়ারম্যান হিসাবে বিবেচিত। সে কারণে আমার জনরোসের কোন ভয় নেই। আমি প্রতিদিন ইউনিয়ন পরিষদ অফিসে কার্যক্রম চালাচ্ছি। উপজেলা আইন শৃঙ্খলার মিটিং-এ ও মাসিক সমন্বয় মিটিয়ে উপস্থিত হয়েছি। গতকাল ১০/০৯/২০২৪ তারিখে উপজেলার খাদ্য অফিসে যে কার্যক্রম ছিল তা আমি সঠিকভাবে সম্পাদন করেছি। গত ৮ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদে আমাকে পলাতক দেখানো হয়েছে তা সঠিক নয়। আমি এলাকাতেই আছি ও আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছি। একটি কুচক্রিমহল আমার জনপ্রিয়তায় ঈশর্^ানিত হয়ে সাংবাদিকদের নিকট ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আজিজুল খাঁ
চেয়ারম্যান, ৮নং মালিয়াট ইউনিয়ন
কালীগঞ্জ, ঝিনাইদহ।