প্রকাশ্যে অস্ত্রের মুখে মার্কিন সাংসদের গাড়ি ছিনতাই

Share Now..

মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসের একজন নারী সদস্যের গাড়ি ছিনতাই হয়েছে। প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে তার গাড়ি নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। এসময় তার মোবাইল এবং সাথে থাকা অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দিনের বেলা বন্দুকের মুখে জিম্মি করে এই ঘটনা ঘটায় ছিনতাইকারীরা। ওই নারী সাংসদের নাম মেরি গে স্ক্যানলন। ছিনতাইকারীরা সরকারি ফোন এবং পরিচয়পত্রও নিয়ে গেছে। তবে এ ঘটনায় মেরি আহত হননি। তার কার্যালয় থেকেও এ তথ্য জানানো হয়েছে।
এরই মধ্যে দোষীদের খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। এ কাজে সহযোগিতা করছে এফবিআই। এদিকে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলোর মতো ফিলাডেলফিয়াতেও গত এক বছরে অপরাধের হার বেড়েছে। মাঝে মাঝেই এ ধরনের ঘটনা ঘটছে শহরটিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *