প্রকাশ্যে এলো জয়-বিন্দুর ‘নজর দিওনা গো’
গেলো ঈদে সাউন্ডটেক থেকে প্রকাশিত হয় কবির বকুল এর লেখায় ঝিলিক ও জয় এর কণ্ঠে ‘শুধু ইচ্ছে হয়’ শিরোনামে গানের মিউজিক ভিডিও। এই গানটির জন্য ভালো সাড়া ফেলেছে। শুক্রবার (১৩ আগষ্ট) মুক্তি পেয়েছে সংগীতশিল্পী বিন্দু কনার সঙ্গে জয়ের রোমান্টিক গান ‘নজর দিওনা গো’।
গানটির কথা ও সুর রবিউল হাসান এবং সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ। গানটি মুক্তি পেয়েছে সাউন্ড বিডি’র ইউটিউব চ্যানেলে।
নতুন এই গান সম্পর্কে জয় বলেন, ‘ঈদে সাউন্ডটেক থেকে প্রকাশ হয় আমার কণ্ঠে ‘শুধু ইচ্ছে হয়’ গানের মিউজিক ভিডিও। সেই গানের বেশ ভালো সাড়া পাচ্ছি। এবার প্রকাশ হলো ‘নজর দিওনা গো’। গানের কথা, সুর এবং আমাদের দুজনের গাওয়া আশা করছি সবার ভালো লাগবে। বিন্দু কনা খুবই ভালো গেয়েছেন।’২০০১ সালে ‘সাদা কাফন পরাইয়া’ নামে একটি অ্যালবাম প্রকাশের মাধ্যমে সঙ্গীত অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন জয়। নানা জটিলতায় পরে গান গাওয়া থেকে দূরে থাকেন। প্রায় দুই দশক পরে গত বছর লকডাউনের শুরুতে আবার গানে ফিরে আসেন। একের পর এক প্রকাশ পাচ্ছে তার কণ্ঠের নতুন নতুন গান।