প্রচন্ড তাপদাহে পুড়ছে চৌগাছা, হাসপাতালে বাড়ছে রোগী, বিপাকে নিন্ম আয়ের মানুষ
\ চৌগাছা প্রতিনিধি \
সারা দেশের মতো প্রচন্ড তাপদাহে পুড়ছে সীমান্তবর্তী উপজেলা চৌগাছা। কাকডাকা ভোর হতে শুরু হচ্ছে গরম। আর বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে গরমের তীব্রতা। সেই সাথে সূর্যের প্রখর তাপ। হাসপাতালে বেড়েছে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। সব মিলিয়ে চরম বিপাকে পড়েছেন মানুষসহ প্রাণীক‚ল। সংসারের চাকা সচল রাখতে খেটে খাওয়া মানুষেরা প্রচন্ড তাপদাহ সহ্য করে বের হয়েছেন বাড়ি হতে। কেউ এসেছেন বাজারে সবজি বিক্রি করতে, কেউ এসেছেন লেবারের কাজে। আবার অনেকে বের হয়েছেন দৈনিক রোজগারের একমাত্র অবলম্বন ভ্যান বা ইজিবাইক নিয়ে। কিন্তু দিন শেষে কাঙ্খিত রোজগার না হওয়ায় অনেকেই একবুক হতাশা নিয়ে ফিরেছেন বাড়িতে। চৌগাছা বাজারের ব্যবসায়ী হোসেন আলী, রতন কুমার দে, আনিসুর রহমান, আজিজুর রহমান বলেন, তাপমাত্রা বৃদ্ধির করণে সারাদিন ক্রেতা শূন্য দোকান-পাটে সকালে কিছুটা লোক দেখা দিলেও বেলা বাড়ার সাথে সাথে লোকজন কমতে থাকছে। চৌগাছার সরকারি ৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল ইমরান বলেন, গত কয়েক দিনের প্রচন্ড তাপদাহে বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। হঠাৎ করেই রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসক সংকটে রোগীদের সেবা দিতে আমাদের রীতিমত হিমশিম খেতে হচ্ছে।
Today, I went to the beach front with my kids. I found a sea shell and gave it to my 4 year old daughter and said
“You can hear the ocean if you put this to your ear.” She placed the
shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her
ear. She never wants to go back! LoL I know this is totally off
topic but I had to tell someone!