প্রতারণার মামলায় উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Share Now..

প্রতারণার অভিযোগে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেঞ্চারাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক উথাপ্পা।

এনডিটিভির খবরে বলা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে উথাপ্পাকে ২৩ লাখ রুপি জমা জমা দিতে হবে। না দিলে পরোয়ানা কার্যকর হবে। এনডিটিভির খবরে আরও বলা হয়েছে, গত ৪ ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কর্নাটকের আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার সাদাক্ষরি গোপাল রেড্ডি। তার বিরুদ্ধে কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নিয়ে সেটি তহবিলের হিসাবে জমা না করার অভিযোগ উঠেছে। কোম্পানি উথাপ্পার কাছে ২৩ লাখ ৩৬৬০২ রুপি পায় বলে দাবি করেছে, যা আদায়ের চেষ্টা চলছে।

উথাপ্পাকে গ্রেপ্তারে পুলাকেশিনগর পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন কমিশনার। তবে উথাপ্পার ঠিকানায় গিয়ে সেখানে তাকে পাওয়া যায়নি। এক বছর আগে ওই ঠিকানা ছেড়ে দিয়েছেন তিনি। ভারতের হয়ে ৪৬ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলা উথাপ্পার বয়স এখন ৩৯ বছর। ২০২২ সালে সর্বশেষ আইপিএল খেলা এই ব্যাটার গত মাসেও হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে খেলেছেন। বর্তমানে পরিবারসহ উথাপ্পা এখন দুবাইয়ে থাকেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *