প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবীতে শিক্ষকদের কর্মসূচী

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তিকরণসহ প্রতিবন্ধী শিক্ষার অধিকার বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখা। কর্মসূচীতে জেলা ও বিভিন্ন উপজেলা শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। কর্মসূচী চলাকালে সংগঠনটির জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আছাদুর রহমান, শিক্ষক নেতা গোলাম মোস্তফা, সালমা আক্তার, আব্দুস সালাম, ফাতেমা ফারহানা, রাশেদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও ভুক্তিকরণ, শতভাগ আধুনিক মান সম্পন্ন প্রতিবন্ধী বান্ধব ভবন নির্মাণ, শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানসহ ১১ দফা দাবী তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *