প্রতিশোধের লড়াইয়ে মিউনিখের মুখোমুখি বার্সা

Share Now..


চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ লড়াই যেন অন্যরকম মাত্রা পেয়েছে গত কয়েক মৌসুম ধরে। সেখানে অবশ্য বিজয়ের হাসিটা বায়ার্নেরই বেশি চওড়া। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের লড়াইয়ে আজ আরও একবার মুখোমুখি বার্সা-বায়ার্ন। তার আগে ফিরেফিরে আসছে দুদলের আগের লড়াইগুলোর গল্প।বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শুরু হবে ম্যাচটি। এবার চ্যাম্পিয়নস লিগের ড্র হওয়ার পর থেকেই গ্রুপ অব ডেথ হিসেবে স্বীকৃতি পেয়ে যায় গ্রুপ-সি। বার্সা আর বায়ার্নের সাথে এই গ্রুপেই রয়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ইউরোপ সেরার লড়াইয়ে গত কয়েক মৌসুম বেশ দৈন্যদশা কাটিয়ে এবার নতুন উদ্যোমে শুরু করেছে বার্সা। প্রথম ম্যাচে গ্রুপের তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভিক্তোরিয়া প্লাজেনের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নস লিগ যাত্রাটা ভালোভাবেই শুর করেছে কাতালানরা।

তবে আজকের ম্যাচে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ বলেই কপালে চিন্তার ভাজ পড়াটাই স্বাভাবিক বার্সা কোচ জাভি হার্নান্দেজের। বার্সার এই কিংবদন্তি গত মৌসুমের মাঝামঝি কোচের দায়িত্ব নিয়ে এসেই যেন খোলনচলে পাল্টে দিয়েছেন দলকে। তবে আজকে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ বলেই প্রতিপক্ষের বিপক্ষে বার্সা স্নায়ুচাপের পরীক্ষায় কেমন করে সেটিই দেখার বিষয়।

বিগত লড়াইগুলোতে বায়ার্ন যেন বার্সেলোনার কাছে এক দুঃসহ স্মৃতির নাম। বিশেষত ২০২০ সালের কুখ্যাত সেই ৮-২ স্কোরলাইন হয়তো আজও তাড়িয়ে বেড়ায় বার্সা সমর্থকদের। আজকের ম্যাচেও তেমনি বার্সাকে উড়িয়ে দেওয়ার প্রেরণা সেই ম্যাচ থেকেই পাবে বায়ার্ন।

তবে জাভির অধীনে ঘুরে দাঁড়ানো বার্সেলোনা নিয়ে আজকের ম্যাচে বরং অন্যকিছুর স্বপ্ন দেখতেও পারে তারা। আবার বায়ার্নের কাছে লজ্জায় পড়া সেসব ম্যাচে বাভারিয়ানদের সবচেয়ে বড় অস্ত্র রবার্ট লেওয়ান্ডভস্কি আজ মাঠে নামবেন বার্সার হয়ে। চলতি মৌসুমে বার্সায় যোগ দিয়ে ইতোমধ্যেই কাতালুনিয়ানদের মন জয় করে নিয়েছেন এই পোলিশ গোলমেশিন। লা লিগা আর চ্যাম্পিয়নস লিগ দুই প্রতিযোগিতাতেই সর্বোচ্চ গোলদাতার নামটা তারই। বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে মাঠে নেমেই করেছেন হ্যাটট্রিক। আজকেও লেওয়ার কাছে তেমন কিছুই প্রত্যাশা থাকবে ভক্ত-সমর্থকদের।

বার্সা-বায়ার্নের বিগত ম্যাচগুলোর ফলাফলে একপাশে সরিয়ে রেখেই আজ নিজ দলকে মাঠে নামাতে চান বার্সা বস জাভি। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ এবার প্রথম থেকেই জমজমাট। আমরাও ভালো শুরু করেছি। তবে এর ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। আমি বলব, আমাদের আসল পরীক্ষা শুরু হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে এই ম্যাচ দিয়ে। কারন আমাদের গ্রুপটা বেশ কঠিন।’

One thought on “প্রতিশোধের লড়াইয়ে মিউনিখের মুখোমুখি বার্সা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *