প্রতিশোধ নিতে কিয়েভে হামলা জোরদারের অঙ্গীকার রাশিয়ার

Share Now..

ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটি সতর্ক করেছে, রাশিয়ায় ইউক্রেনের ‘জঙ্গি হামলা’ ও ‘নাশকতামূলক কার্যক্রমের’ বিরুদ্ধে প্রতিশোধ নিতে কিয়েভে হামলা আরও জোরদার করা হবে। শুক্রবার (১৫ এপ্রিল) বিবিসির এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রাশিয়া বলেছে, রাতজুড়ে সমুদ্র থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইউক্রেনের শহরের একটি কারখানায় আঘাত করেছে। যেখানে উড়োজাহাজ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ও রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ‘হামলার ফলে কারখানাটির দীর্ঘ ও মধ্যম পাল্লার উড়োজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও পাশাপাশি রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি ও মেরামতের সক্ষমতা ধ্বংস হয়েছে।’

বৃহস্পতিবার রাশিয়া অভিযোগ করেছে, সীমান্তের ওপারে বেশ কয়েকটি রুশ শহরে হামলার জন্য হেলিকপ্টার পাঠিয়েছে ইউক্রেন।
তবে মস্কোর এই দাবি যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *