প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে সৌদি আরবের সিনেমা

Share Now..

প্রতিবছরের ন্যায় এবারও নানা বৈচিত্র্য নিয়ে হাজির হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এবার প্রথমবারের মতো এই উৎসবে জায়গা পেয়েছে সৌদি আরবের সিনেমা। 
 
ইতিমধ্যে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। ৭৮ বছরে প্রথমবারের মতো কান উৎসবে সৌদি আরব থেকে অফিশিয়াল শাখায় অংশ নিচ্ছে সিনেমা ‘নোরা’।

এটি পরিচালনা করেছেন তৌসিফ আলজায়েদি। সিনেমাটিতে উঠে এসেছে নব্বইয়ের দশকের রক্ষণশীল এক সমাজের গল্প। যেখানে দেখানো হবে সেসময়ের সৌদি সমাজবাস্তবতার চিত্র। সিনেমাটিতে তৎকালীন সময়ের একটি মেয়ের সংগ্রাম চিত্রায়িত করা হয়েছে। আর নোরার মূল চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি।

কান উৎসব পরিচালক থিঁয়েরি ফ্রেমো এক সংবাদ সম্মেলনে উৎসবে মনোনয়নের তালিকা প্রকাশ করেন। তিনি জানান, এই বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়ে।

আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত চলবে উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *