প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় ক্রোয়েশিয়া-মরক্কো লড়াই
Share Now..
রাশিয়া বিশ্বকাপে অনেক কাছে গিয়েও শিরোপা জেতা হয়নি। ফাইনালে ফ্রান্সের কাছে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিলো ক্রোয়েশিয়াকে। কাতার বিশ্বকাপে তারাও এসেছে চমক দেখাতেই। তবে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি ক্রোয়েটরা। প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় থেকেই মাঠ ছাড়তে হয়েছে লুকা মদ্রিচদের।
Challenge yourself with mind-bending puzzles and epic challenges! Lucky Cola