প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজার রানের মাইলফলক তামিমের

Share Now..

টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন দেশসেরা এই ওপেনার। ২৭১ ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছেছেন তামিম। যা ইনিংসের হিসেবে বিশ্বের অষ্টম দ্রুততম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট করতে নামার আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে তামিমের রান ছিল ৭ হাজার ৯৯৩ রান। মাইলফলক থেকে ৯ রান দূরে ছিলেন। ইনিংসের পঞ্চম ওভারে শেখ মেহেদিকে চার মেরে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। আউট হওয়ার আগে ৩৪ বলে ৪০ রান করেন এই ওপেনার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫২টি ফিফটি করেছেন তামিম। এই সংস্করণে বাংলাদেশের আর কোনো ব্যাটারের চল্লিশ বা তার চেয়ে বেশ ফিফটি নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি ফিফটি মুশফিকুর রহিমের। এছাড়া ৪টি সেঞ্চুরি রয়েছে তামিমের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *