প্রথম শ্রেণীর এই পৌরসভায় ৩২ বছরেও হয়নি স্থায়ী ডাষ্টবিন ! শৈলকুপা পৌর শহরে জমেছে ময়লা আবর্জনা, বিপাকে পৌরবাসীরা

Share Now..

\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
ঝিনাইদহের শৈলকুপা পৌর শহরে ৩ মাস ধরে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছে শহরের ব্যবসায়ীসহ পৌরবাসীরা। নির্দিষ্ট স্থানে শহরের ময়লা ফেলার স্থায়ী ডাষ্টবিন না থাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে থাকায় জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। ১৯৯২ সালে শৈলকুপা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া স্বত্তেও ৩২ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি সেইসাথে হয়নি একটি স্থায়ী ডাস্টবিন। শহরের ময়লা আবর্জনা পরিস্কার সেইসাথে স্থায়ী ডাষ্টবিন স্থাপন করে অতিসত্বর সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন ব্যবসায়ীসহ পৌরবাসীরা। পৌর কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন ধরে ময়লা ফেলার স্থানেই আমরা ময়লা ফেলছিলাম তবে এলাকাবাসীদের বাধা দেওয়ায় ময়লা ফেলতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে, আর বাধা দেওয়া এলাকাবাসীরা বলছে, আবাসিক এলাকা হওয়ায় আমরা ময়লা ফেলতে বাধা দিয়েছি। এমতাবস্থায় শহরের ময়লা কোথায় ফেলা হবে এ নিয়ে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। তবে পৌরবাসীরা মনে করে প্রথম শ্রেণীর এই পৌরসভার জন্য সরকার নির্ধারিত স্থায়ী ডাষ্টবিন জরুরী হয়ে পড়েছে। স্থায়ী ডাষ্টবিন হলে এসব সমস্যার সমাধান হবে। সরজমিন শহর ঘুরে দেখা যায়, শৈলকুপা পৌর এলাকার হাবিবপুর গো হাটার উত্তরে একটি বড় আকারের গর্তে দীর্ঘদিন ধরে শহরের যাবতীয় ময়লা-আবর্জনা ফেলে আসছিল পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু বর্তমান ৩ মাস ধরে সেখানে কোন ময়লা আবর্জনা ফেলা হচ্ছে না। পৌর শহরে ৩ মাস ধরে কোন পরিস্কার পরিচ্ছন্নতা না করায় শহর যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ব্যবসায়ীদের দোকানের সামনে ময়লা পড়ে আছে। শহরের প্রতিটি রাস্তা ও ড্রেনে বিভিন্ন প্রকারের আবর্জনা জমে পড়ে আছে। যার ফলে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। কোন পরিচ্ছন্নতাকর্মীকে শহরের ময়লা পরিস্কার করতে দেখা যাইনি। এক কথায় পুরো শহর অস্বাস্থ্যকর শহরে পরিণত হয়েছে। পৌর হাবিবপুরের গোহাট এলাকার বাসিন্দা নাজমা খাতুন জানান, আমার ঘরের পাশেই এই ডাষ্টবিন। প্রতিনিয়ত শহরের ময়লা এখানে ফেলায় দুর্গন্ধে বসবাস করা যায় না। তাই এলাকার লোকজন ময়লা ফেলতে বাধা দিয়েছে। আমরা খুবই সমস্যার মধ্যে আছি। হাবিবপুর এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, আবাসিক এলাকায় ময়লা ফেলার কারনে পরিবেশ দুষণ হওয়ায় এলাকাবাসী ময়লা ফেলতে বাধা দেওয়ায় বর্তমান এখানে ময়লা ফেলা বন্ধ রয়েছে। পৌর পরিচ্ছন্নতাকর্মী ধলা মালাকার বলেন, এ যাবতকাল আমরা হাবিবপুরের গো হাটার উত্তরে ওই গর্তে নিয়মিত ময়লা ফেলে আসছি। এলাকার কিছু মানুষ ময়লা ফেলতে বাধা দেওয়ায় আমরা আর ময়লা ওখানে ফেলতে যায় না। যার জন্য শহরের ময়লা পরিস্কার করা হচ্ছে না। শৈলকুপা শহরের ফার্মেসী ব্যবসায়ী জিহাদ হোসেন জানান, বেশকিছুদিন ধরে পরিচ্ছন্নতাকর্মীরা কোন ময়লা না ফেলায় দোকানের সামনে ময়লা জমে পড়ে আছে। দুর্গন্ধে ব্যবসা করায় দায় হয়ে দাঁড়িয়েছে। পৌর শহরের হাট ইজারাদার বলেন, প্রায় একমাস বাজারের ময়লা আবর্জনা পরিস্কার না করায় পুরো শহর আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে। আর কিছুদিন এমন চলতে থাকলে দুর্গন্ধে ব্যবসা বাণিজ্য করা যাবে না। একটি স্থায়ী ডাষ্টবিন জরুরী হয়ে পড়েছে। পৌর পরিস্কার পরিচ্ছন্নতা পরিদর্শক রেজাউল ইসলাম বলেন সাবেক পৌর মেয়রের নির্দেশমত আমরা কয়েক বছর ধরে শহরের ময়লা আবর্জনা ওই এলাকায় ফেলতাম হঠাৎ করে এখন এলাকার লোকজন পরিচ্ছন্নতাকর্মীদের ময়লা ফেলতে বাধা দেওয়ার পর থেকে আমরা আর ওখানে ময়লা ফেলি না। পৌরসভাতে একটি স্থায়ী ডাষ্টবিন দরকার। সাবেক মেয়র খলিলুর রহমান বলেন, পৌরসভায় অনেক আগেই ডাষ্টবিন দরকার ছিল। গত ১৬ বছরে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও তেমন কোন উন্নয়ন হয়নি। জনগণের ট্যাক্সের টাকায় পৌরসভা পরিচালিত হয় তাই জনগণের স্বার্থে একটা স্থায়ী ডাষ্টবিন জরুরী হয়ে পড়েছে। আমরা চাই জরুরী ভিত্তিতে একটা জায়গা নির্ধারণ করে স্থায়ী ডাষ্টবিন স্থাপন করা হোক। শৈলকুপা পৌর প্রশাসক হিসাবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাস বলেন, পৌর শহরে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ কিছুদিন বন্ধ রয়েছে। এ ব্যাপারে আমি অবগত রয়েছি। ৫ আগষ্ট পরবর্তী সময়ে ময়লা সংগ্রহ করে তা ফেলার জায়গা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে সমস্যা হচ্ছে বলে শুনেছি। ইতোমধ্যে জায়গার সমস্যার সমাধান করা হয়েছে। সবেমাত্র পৌরসভার দায়িত্ব পেয়েছি। এতদিনেও কেন স্থায়ী ডাষ্টবিন হয়নি সে ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

4 thoughts on “প্রথম শ্রেণীর এই পৌরসভায় ৩২ বছরেও হয়নি স্থায়ী ডাষ্টবিন ! শৈলকুপা পৌর শহরে জমেছে ময়লা আবর্জনা, বিপাকে পৌরবাসীরা

  • October 18, 2024 at 3:43 pm
    Permalink

    magnificent points altogether, you simply won a new reader.

    What might you suggest in regards to your publish that you simply made a few days ago?
    Any positive?

    Reply
  • October 18, 2024 at 4:24 pm
    Permalink

    Thanks for sharing your thoughts about nuddies.
    Regards

    Reply
  • October 18, 2024 at 5:38 pm
    Permalink

    Thank foor finally talking about > প্রথম
    শ্রেণীর এই পৌরসভায় ৩২
    বছরেও হয়নি স্থায়ী ডাষ্টবিন !
    শৈলকুপা পৌর শহরে জমেছে ময়লা আবর্জনা, বিপাকে পৌরবাসীরা – দৈনিক নবচিত্র < Liked it!

    Reply
  • October 18, 2024 at 6:15 pm
    Permalink

    It’s very simple to find out any matter on net
    as compared to textbooks, as I found this post at this web page.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *