প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করলেন ঋষি সুনাক
Share Now..
বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের পঞ্চম প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেওয়ার আগে রাজা চার্লসের সাথে দেখা করতে বাকিংহাম প্যালেসে গিয়েচ্ছিলেন তিনি।
পিএ মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাকিংহাম প্যালেসে ঋষি সুনককে রাজার প্রধান ব্যক্তিগত সচিব স্যার ক্লাইভ অ্যাল্ডারটন এবং রাজার সহকারী কুইন কনসোর্ট, লেফটেন্যান্ট কর্নেল জনি থম্পসন এবং রাজার যুগ্ম প্রধান ব্যক্তিগত সচিব স্যার এডওয়ার্ড ইয়ং স্বাগত জানান।
Ready for action? Dive into the hottest online game Lucky Cola