প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবসে ইবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share Now..

প্রতিবেদক, ইবি-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘কারামুক্তি দিবস’ উপলক্ষ্যে ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১১ জুন) বাদ জুমআ বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানটির আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলামীন জোয়াদ্দার, ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা বিপুল খান, শাহজালাল ইসলাম সোহাগ, হুসাইন মজুমদার সহ অন্যান্য নেতাকর্মীরা। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানকালে ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হন শেখ হাসিনা। বেশ কয়েকটি মামলায় প্রায় ১১ মাস কারাবন্দি ছিলেন তিনি। এ সময় কারাগারের অভ্যন্তরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর থেকে দিনটি শেখ হাসিনার ‘কারামুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

One thought on “প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবসে ইবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *