প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ট্রেন পাল্টে দেয়ার প্রতিবাদে ঝিকরগাছায় মানববন্ধন

Share Now..

আফজাল হোসেন চাঁদ : প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ট্রেন পাল্টে দেয়ার প্রতিবাদে ঝিকরগাছা ব্রিজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ঝিকরগাছা রেল ওয়ে স্টেশনে প্লাটফরমে ঢাকা-বেনাপোল-ঢাকা রুটের বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ইন্দোনেশিয়ান পিটি ইনকা সিবিসি কাপ্লিং ট্রেন ফেরত পাইবার দাবীতে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং ঝিকরগাছা ব্রিজ বাস্তবায়ন কমিটি আয়োজনে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা ব্রিজ বাস্তবায়ন কমিটির আহবায়ক মাস্টার আশরাফুজ জামান বাবু, যুগ্ম আহবায়ক সাজ্জাদ নুরুল বিন্তু, উপদেষ্টা সুলতান আহমদ, তফিকুল ইসলাম স্বপন, মতিয়ার রহমান, নুরুল্লা খান রুমি, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আঃ রব, ব্রিজ বাস্তবায়ন কমিটির সদস্য আলীশাহ, আফজাল হোসেন চাঁদ, আসাদুল জামান, মাসুম বিল্লাহ, রত্না বেগম, মোস্তফা কামাল, সঞ্জয় কুমার দাস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের তৌফিক রেজা টোকন সহ আরও অনেকে।
ঝিকরগাছা ব্রিজ বাস্তবায়ন কমিটির আহবায়ক মাস্টার আশরাফুজ জামান বাবু তার বক্তব্যে বলেন, টিকিট বিক্রয়ের কোটা সিস্টেম উঠিয়ে দিতে হবে, প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ইন্দোনেশিয়ান পিটি ইনকা ট্রেন ফেরত না দিলে আগামীতে রেলপথ অবরোধের মত কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *