প্রধানমন্ত্রীর স্বপ্নের ঠিকানায় ৩৫ লাখ ৩৯ হাজার মানুষ

Share Now..

অনিশ্চয়তার অমানিশা পার করে প্রধানমন্ত্রীর স্বপ্নের ঠিকানায় ঠাঁই পেয়েছে ৭ লাখ ৭৮ হাজার ৪০টি পরিবারের ৩৫ লাখ ৩৯ হাজার ২০০ মানুষ। এ প্রক্রিয়ায় ২ কোটি মানুষকে ঘর নির্মাণ করে দেবে সরকার।

একটু মাথা গোজার মতো ঠাঁই না পেয়ে রাস্তা কিংবা বস্তির খোলা আকাশের নিচে কিংবা প্রখর রোদ্দুরে শিশুসন্তান নিয়ে যে পরিবারগুলো নিদারুণ কষ্টে দিনাতিপাত করছিল, সেই সব পরিবার এখন পাকা ঘরে বসবাসের সুযোগ পেয়ে আনন্দিত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্পের অধীনে নির্মিত হয়েছে এসব ঘর। কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে, সেগুলোর জন্য স্থানীয় সরকারি কর্মচারীদের দায়ী করেছেন স্থানীয় রাজনীতিকেরা। তবে প্রধানমন্ত্রীর উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিঞা ইত্তেফাককে বলেন, অল্প কিছু ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্রয়ণের ঘর নির্মাণে সম্পৃক্ত করা হয়নি এমন কোনো জায়গা থেকে যদি অভিযোগ পাওয়া যায়, তবে সে ক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ভালো কাজে কিছু ত্রুটি থাকতে পারে। সেটিকে বড় করে না দেখে এত মানুষকে প্রধানমন্ত্রী যে আশ্রয় করে দিচ্ছেন, সেটিকে গুরুত্ব দেওয়া উচিত।

তিনি বলেন, গৃহহীনদের ঠিকানা ‘ঘর ও অন্যান্য সুযোগ-সুবিধা’ দেওয়ার জন্য বেহাত হওয়া ৫ হাজার ৫১২ একর জমি উদ্ধার করা হয়েছে, যার স্থানীয় মূল্য ২ হাজার ৯৬৭ কোটি ৯ লাখ টাকা। এছাড়া জমি কিনেও ঘর নির্মাণ করা হয়েছে। এমন জমির পরিমাণ ১৬৮ একর।

আশ্রয়ণ প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব ফেরদৌস আহমেদ জানান, ১৯৯৭ সালের ১৯ মে কক্সবাজার ও সংলগ্ন উপকূলীয় এলাকায় ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালের ২০ মে ঘূর্ণিঝড়ে আক্রান্ত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন পরিদর্শন করেন এবং ঘূর্ণিঝড়ে আক্রান্ত গৃহহীন ও ছিন্নমূল পরিবার পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে স্থানীয় একজন আওয়ামী লীগ নেতার দানকৃত জমিতে প্রথম পুনর্বাসন কার্যক্রম শুরু করা হয়। ঘূর্ণিঝড় ও নদীভাঙনকবলিত ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে ১৯৯৭ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে ‘আশ্রয়ণ’নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে গত এপ্রিল পর্যন্ত ৭ লাখ ৭৮ হাজারেরও বেশি গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *