প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, রেড অ্যালার্ট জারি

Share Now..

প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের মুম্বাইয়ের জনজীবন। স্থানীয় সময় সোমবার রাত ১টা থেকে আজ সকাল ৭টা পর্যন্ত ৬ ঘণ্টায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। খবর এনডিটিভি।

এনডিটিভি জানায়, বৃষ্টিতে চারদিক জলমগ্ন থাকায় বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। প্লাবিত হয়েছে বহু নিচু এলাকা। এমন পরিস্থিতিতে মুম্বাই নগরী ও এর আশপাশের বিভিন্ন এলাকার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

বৈরি আবহাওয়ায় বাতিল করা হয়েছে অর্ধশত ফ্লাইট। বিঘ্নিত হচ্ছে রেল পরিষেবা। বহু স্থানে লোকাল ট্রেনগুলো ঘণ্টার পর ঘণ্টা লাইনের ওপরই দাঁড়িয়ে আছে। ফলে হাজার হাজার রেলযাত্রী বিপাকে পড়েছে। এ ছাড়া ব্যহত হচ্ছে সড়ক যোগাযোগও। 

মুম্বাই, রত্নাগিরি, রাইগাদ, সাতারা, পুনে ও সিন্ধুদুর্গ জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। আর থানে ও পালঘরে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। জরুরি দরকার ছাড়া বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *