‘প্রভাস অনুপ্রেরণার অংশ!’

Share Now..

সম্প্রতি মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি ঘিরে আলোচনায় রয়েছেন প্রভাস ও দীপিকা। তবে পিছিয়ে নেই অভিনেত্রী দিশা পাটানি। নাগ অশ্বিনের এই সিনেমায় দিশাকে রক্সি নামের একটি চরিত্রে দেখা মিলেছে।

সিনেমাটিতে তার অভিনয় দারুণ প্রশংসা কুড়াচ্ছে ভক্ত-সমালোচকদের। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করে নির্মাতা-কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এমনকি সিনেমাটির সহ-অভিনেতা প্রভাসের সহযোগিতার কথাও স্মরণ করেছেন এই অভিনেত্রী।

ছবির ক্যাপশনে দিশা লিখেছেন, ‘নির্মাতা অশ্বিন, আপনাকে বিশেষ ধন্যবাদ। অসাধারণভাবে এই সাই-ফাই গল্পটি পর্দায় তুলে ধরেছেন। এ ধরনের গল্প রূপায়ন করা আপনার পক্ষেই সম্ভব। অশেষ কৃতজ্ঞতা, আপনি আমার ওপর আস্থা রেখে ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ দিয়েছেন। শুটিংসেটে দারুণ সহযোগিতা করার জন্য প্রভাসসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আপনারা অনুপ্রেরণার অংশ হয়ে থাকবেন।’

মুক্তির এক সপ্তাহ না পেরুতেই সিনেমাটি ঘরে তুলেছে ৭শ’কোটি। দ্বিতীয় সপ্তাহে কল্কি ১ হাজার কোটির ক্লাবে নাম লেখাবে বলে ধারণা করছেন অনেকে। তবে সিনেমাটি আয়ে রেকর্ড গড়লেও নতুন গুঞ্জন নেই, অর্জনকে অনেকটাই পেছনে ফেলছে। সিনেমাটি মুক্তির পর থেকেই গুঞ্জন চলছে প্রভাসের প্রেমে মজেছেন দিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিকে কেন্দ্র করেই গুঞ্জনের সূত্রপাত হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, দিশার পরনে রয়েছে আকাশি রঙের ক্রপ টপ এবং সাদা প্যান্ট। তবে পাপারাজ্জিদের চোখ আটকায় দিশার বা হাতের ট্যাটুতে। যেখানে লেখা আছে ‘পিডি’। এরপরই উস্কে যায় প্রভাস-দিশার প্রেমের গুঞ্জন।

তবে বিষয়টিকে সিরিয়াসলি না নিয়ে রীতিমতো এনজয় করছেন দিশা। নিজের ইনস্টাগ্রামে ভাইরাল ছবিটি শেয়ার করে ক্যাপশনে দিশা লিখেছেন, ‘আমার ট্যাটু ঘিরে এত কৌতূহল দেখে মজা পেয়েছি। বোঝার চেষ্টা করছি এত আনন্দ কিসের।’ তবে কোনো বিষয় স্পষ্ট করেননি দিশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *