প্রশাসনের যৌথ প্রচেষ্টায় ঝিকরগাছায় অজ্ঞাত মহিলার লাশের সন্ধান মিলেছে

Share Now..

ঝিকরগাছা :

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা লাউজানি রেলক্রসিং সংলগ্ন নওয়াপাড়া গ্রামের আমজেদ হোসেনের ধানক্ষেত থেকে সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে অজ্ঞাত পরিচয়ের অর্ধবয়স্ক এক মহিলার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

প্রশাসনের একাধিক টিমের মাধ্যমে চলে অজ্ঞাত মহিলার পরিচয় খুঁজে বের করার কার্যক্রম। অবশেষে অনেক খোজার পরে রাতেই পাওয়া গেলো তার প্রকৃত পরিচয়। সে পার্শ্ববর্তী শার্শা ইউনিয়ন পরিষদের পরপর দুইবার নির্বাচিত ইউপি সদস্য মোছাঃ শাহনাজ বেগম (৫০)। তিনি শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক সদ্য প্রয়াত মরহুম আজিজুল হকের সহধর্মিণী ও শার্শা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জিল্লুর রহমান রাজ এর মাতা। মঙ্গলবার সকালে তার পরিবারের পক্ষ হতে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশের ময়না তদন্তের পরে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত।

One thought on “প্রশাসনের যৌথ প্রচেষ্টায় ঝিকরগাছায় অজ্ঞাত মহিলার লাশের সন্ধান মিলেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *