প্রাক্তন স্বামীর অত্যাচারে কোরিয়ান গায়িকার আত্মহত্যার চেষ্টা

Share Now..

দক্ষিণ কোরিয়ার ব্যান্ড টি-আরা এর গায়িকা লি আরিয়াম। প্রাক্তন স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছেন। এই মুহূর্তে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানালেন তার প্রেমিক।

কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে আত্মহত্যার চেষ্টা করেন লি। চিকিৎসা চলছে, তবে এখনও জ্ঞান ফেরেনি বলেই খবর। সোশ্যালে লি আরিয়ামের বর্তমান প্রেমিক জানিয়েছেন, এই মুহূর্তে লি আরিয়াম হাসপাতালে রয়েছেন। ভক্তদের প্রার্থনার জন্য তিনি ধন্যবাদও জানান।

২০১৯ সালে বয়সে বড় ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন লি আরিয়াম। তাদের দুই সন্তানও রয়েছে। নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় ২০২৩ সালে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিচ্ছেদের পথে হাঁটেন এ কোরিয়ান গায়িকা। বর্তমান প্রেমিকের সঙ্গে বিয়ের পরিকল্পনা রয়েছে তার। এর মাঝেই এই কাণ্ড…!

২৬ মার্চ লি আইরাম বিবাহিত জীবনের নিদারুণ বেশ কিছু ছবি শেয়ার করেন। তার দাবি, সন্তানদের সামনেই শরীরে দাঁত বসিয়ে কামড় দিতেন তার প্রাক্তন স্বামী। অত্যাচার সহ্য করতে না পেরে মায়ের কাছে চলে আসেন আইরাম। 

বিয়ে আর ডিভোর্সের মাঝে একাধিক শোয়ে উপস্থিত হয়েছিলেন এই জনপ্রিয় কোরিয়ান গায়িকা। সেই সময় অনেক সত্য লুকিয়ে রেখেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করতেই প্রেমিক সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ইন্সটাগ্রামে লিখেছেন, আরিয়ামের অনুরাগীরা যারা ওকে ভালোবাসেন, ওর সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। দয়া করে আমাকে অযাতিত কোনও প্রশ্ন করে বিব্রত করবেন না।

 যে মানুষটা জীবন যন্ত্রণার সঙ্গে লড়াই করছেন তার প্রতি সহানুভূতিশীল হন। আমি এখন শুধু একটাই জিনিস চাই, আরিয়াম সুস্থ হয়ে উঠুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *