প্রাণবন্ত ও কোলাহল মুখর পাউবর এখন অস্তিত্ব রক্ষায় ধুকছে, আ’লীগ নেতাদের মারধর ও টেন্ডারবাজিতে স্থবির ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
এক সময়ের প্রাণবন্ত ও কোলাহল মুখর ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডটি এখন অস্তিত্ব রক্ষায় ধুকছে। মৃতপ্রায় এই সরকারী দপ্তরটিতে দীর্ঘদিন জনবল না থাকায় যেমন কাজে গতি নেই, তেমনি উন্নয়নমুলক কর্মকান্ডও নেই। ফলে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে গাছাড়া ভাব। বেশিরভাগ সময় তারা অলস সময় পার করেন। আ’লীগ সরকারের সময় নির্বাহী প্রকৌশলীদের মারধর ও টেন্ডার না দেওয়ায় হুমকী ধামকির কারণে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে এমন স্থবিরতা নেমে এসেছে বলে অভিযোগ উঠেছে। ২০১৪ সালের পর থেকে কোন নির্বাহী প্রকৌশলী পূর্ণাঙ্গভাবে দায়িত্ব পালন করতে পারেনি। তথ্য নিয়ে জানা গেছে, ২০১৪ সালে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফকে মারধর করে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ভাতিজা শাহরিয়ার করিম রাসেল। এ সময় নির্বাহী প্রকৌশলীর অফিস ব্যাপকভাবে ভাংচুর করা হয়। এই হামলা ও ভাংচুরের খবর বিদ্যুৎবেগে সারাদেশে ছড়িয়ে পড়ে। এতে ভীতি ও আতংক ছড়ায় । মুলত এ ঘটনার পর থেকে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে কোন নির্বাহী প্রকৌশলী দায়িত্ব পালন করতে চাননি কেউ। আবার অনেক নির্বাহী প্রকৌশলীকে ঝিনাইদহে শাস্তিমুলক বদলী করা হলেও তারা ভয়ে ঠিকমতো অফিস করতে পারতেন না। পূর্ণাঙ্গ নির্বাহী প্রকৌশলী না থাকায় এখানকার উন্নয়ন কর্মকান্ড থেমে আছে। খোঁজ নিয়ে জানা গেছে, ১৬ বছরে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের আওতায় আহামরি কোন উন্নয়ন হয়নি। আবার যতসামান্য হলেও দলীয় প্রভাব বিস্তার ও কর্মকর্তাদের হুমকী ধামকী দিয়ে সব কাজ আ’লীগের নেতারা ভাগাভাগি করে নিয়েছেন। এভাবে খুড়িয়ে খুড়িয়ে চলছে সরকারের গুরুত্বপূর্ণ এই দপ্তরটি। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলা অফিসের ১৪টি পদের মধ্যে নির্বাহী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলীসহ ১০টি শুন্য ছিল। তবে নির্বাহী প্রকৌশলী পদে নতুন একজনকে পদায়ন করেছেন। এছাড়া দুইটি সাবডিভিশন ও ৭টি সেকশন অফিসে মোট ৬৫টি পদের মধ্যে ৩৭টি পদে এখন কোন লোকবল নেই। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, লোকবল না থাকায় কোন কাজই ঠিকমতো হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডোর বিশাল ভূসম্পত্তি রক্ষা করতে তারা হিমশিম খাচ্ছেন। এদিকে কাজ না থাকায় জেলার বিভিন্ন স্থানে থাকা সাবডিভিশন অফিসগুলো ভেঙ্গেচুরে গেছে। অফিসের জানালা দরজা ও মুল্যবান গাছ চুরি হয়ে গেলেও ঠেকানোর লোক নেই। সার্ভেয়ার আব্দুল বাতেন জানান, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে প্রায় ৭ হাজার একর জমি রয়েছে। কিন্তু লোকবল না থাকায় ৭০ থেকে ৮০ একর জমি বেদখল হয়ে গেছে। নদী ও সেচ খাল দখল করে ভবন তৈরী করা হচ্ছে। উচ্ছেদ অভিযান পরিচালনার মতো পর্যাপ্ত কোন লোকবল নেই। হরিণাকুন্ডু, শৈলকুপা ও সদর উপজেলার বিভিন্ন এলাকার সেচখাল এবং নদীর পাড় দখল করা হচ্ছে। এভাবে সরকারী সম্পদ বেহাত হয়ে যাচ্ছে। এবিষয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নতুন নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে সরকার তাকে ঝিনাইদহে নিয়োগ করেছেন। তিনি ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডকে পুর্ণজ্জীবিত এবং শুন্যপদে লোকবল নিয়োগ করে আবারো প্রাণবন্ত করে তুলবেন বলে জানান।

3 thoughts on “প্রাণবন্ত ও কোলাহল মুখর পাউবর এখন অস্তিত্ব রক্ষায় ধুকছে, আ’লীগ নেতাদের মারধর ও টেন্ডারবাজিতে স্থবির ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড

  • October 7, 2024 at 4:48 pm
    Permalink

    When I originally commented I clicked the “Notify me when new comments are added” checkbox
    and now each time a comment is added I get several e-mails with the same comment.
    Is there any way you can remove people from that service?
    Bless you!

    Reply
  • October 7, 2024 at 5:01 pm
    Permalink

    slot demo slot demo slot demo
    It’s wonderful that you are getting thoughts from this article as well as from our dialogue made at
    this time.

    Reply
  • October 7, 2024 at 7:16 pm
    Permalink

    Wow, awesome blog layout! How long have you been blogging for?
    you make blogging look easy. The overall look
    of your web site is excellent, as well as the content!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *