প্রিন্সেস ডায়ানা রূপে দেখা দিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট

Share Now..

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানার রাজপরিবার ছেড়ে যাওয়া নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা আগে থেকেই ছিলো। সে অনুযায়ী চলেছে ছবিটি নিমাণের কাজ। অবশেয়ে প্রকাশিত হয়েছে ‘স্পেন্সার’ ছবির প্রথম ট্রেলার। গত বুধবার ছবিটির পোস্টার প্রকাশিত হয়। চলতি বছরের নভেম্বর মাসে ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

ট্রেলারে প্রিন্সেস ডায়ানারূপে ক্রিস্টেন স্টুয়ার্টকে দেখে সবাই রীতিমতো হতবাক। ছবিতে তাকে এমন মেকআপে সাজানো হয়েছে, মনে হবে, প্রিন্সেস ডায়ানা যেন পুনরুজ্জীবিত হয়ে ফিরেছেন ধরাধামে! ক্রিস্টেন স্টুয়ার্ট হারিয়ে গেছেন।
ট্রেলারে প্রিন্সেস ডায়ানা চরিত্রে স্টুয়ার্টকে কিছুটা অস্থির মনে হতে পারে। কারণ, এ সময়েই প্রিন্স চার্লসের সঙ্গে দাম্পত্য কলহ ও রাজপরিবারের চাপে ছিলেন ডায়ানা। প্রিন্সেসের ক্ল্যাসিক সব পোশাকে দেখা যাবে স্টুয়ার্টকে। রাজপরিবারে ডায়ানার পূর্ণাঙ্গ জীবনের বদলে দুই শিশুসন্তান প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির সঙ্গে সম্পর্ক, স্বামীর সঙ্গে বিচ্ছেদের কারণগুলো গভীরভাবে তুলে ধরা হয়েছে, যা এতকাল অজানাই ছিল।ইনস্টাইল ম্যাগাজিনকে স্টুয়ার্ট জানিয়েছিলেন, মার্কিন ইংরেজি পাল্টে রাজপরিবারের ব্রিটিশ ইংরেজি রপ্ত করতে তাঁকে রীতিমতো প্রশিক্ষণ নিতে হয়েছে। ভাষাভঙ্গিটা ভীষণ শক্ত। কারণ, প্রিন্সেসের বাচনভঙ্গি একদমই আলাদা আর সবারই সেটা চেনা। আমি এখন একজন শিক্ষকের কাছ থেকে সেটাই রপ্ত করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *