প্রেমিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কলেজপড়ুয়ার গাড়ি চুরি
প্রেমিকাকে দূরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কলেজপড়ুয়া এক যুবকের প্রয়োজন ছিল একটি গাড়ির। এই কাজে তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল দুই বন্ধু। তিনজনে মিলে একটি নামী গাড়ির শোরুম থেকে নতুন গাড়ি চুরি করে নেয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।
সিসিটিভির মাধ্যমে পুলিশের কাছে ধরা পড়েছে এই চুরির রহস্য। ভারতের নদীয়া জেলার নয়ডা শহরে ঘটে এমন ঘটনায় বর্তমানে তিনজনই শ্রীঘরে রয়েছে। খবর এনডিটিভির। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শ্রেয় নাগর, অনিকেত নাগর ও দীপাংশু ভাটি।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, প্রবরের প্রেমিকাকে নতুন গাড়িতে চড়ানোর জন্য তারা শোরুম থেকে গাড়িটি চুরি করেন।পুলিশ জানিয়েছে, গত ২৬ সেপ্টেম্বর গ্রেটার নয়ডার কারবাজারে হুন্ডাইয়ের শোরুমে দুই যুবক উপস্থিত হয়। নতুন গাড়ি কেনার কথা বলে বেশ কয়েকটি গাড়ি দেখানো হয়। একটি গাড়ি পছন্দ করে টেস্ট ড্রাইভের কথা বলে তারা। মালিকের কাছে সন্দেহের কোনো কারণ হয়নি। পার্কিং লটে রাখা গাড়িটি বের করে মালিক যখন বাহির হচ্ছে, তখন হেলমেট পরা দুই যুবক গেট খুলে গাড়িতে উঠে পড়ে। একজন চালকের আসনে এবং অন্যজন পিছনের সিটে বসে। কিছুক্ষণ পর শোরুমের মালিককে চালকের আসন থেকে জোর করে নামিয়ে দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায় তারা। শোরুমের মালিক গাড়ি চুরির বিষয়ে পুলিশকে জানান। এরপর তদন্তকারীরা এলাকার ১০০টি সিসিটিভি ফুটেজ ভালোভাবে পরীক্ষা করেন। নিজেদের সূত্র ব্যবহার করে গাড়ি চুরি চক্রের তথ্য সংগ্রহ করেন। শেষ পর্যন্ত চুরি হওয়া গাড়িতে ‘নাগর’ নামের স্টিকার দেখে তদন্তকারীরা তিন চোরকে ধরে ফেলেন।