প্রেমিকার বদলে ক্রাচকে সঙ্গী করেছেন হৃতিক

Share Now..

ভালোবাসা দিবসে প্রেমিকা সাবার বদলে ক্রাচকে আঁকড়ে ধরে ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় অভিনেতার এমন ছবি দেখে  উদ্বিগ্ন ভক্তরা। 

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, হৃতিক রোশনের পেশিতে টান লাগায় হাঁটতে পারছেন না ভালোভাবে। ফলে ক্রাচকে সঙ্গী করেছেন তিনি। 

এলোমেলো চুল, গাল ভর্তি দাঁড়ি, পরনে হাফ প্যান্ট। ক্রাচে ভর করে দাঁড়ানো অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন হৃতিক।

ছবির ক্যাপশনে হৃতিক তার পোস্টে লেখেন, জানি না, আপনাদের কত জনের ঠিক হুইলচেয়ারে বসে বা ক্রাচ নিয়ে হাঁটার অভিজ্ঞতা রয়েছে। আমি আমার ঠাকুরদাকে দেখেছি। শারীরিক কষ্ট রয়েছে। তবু হুইলচেয়ারে বসবেন না। 

কারণ, তাতে তার দুর্বলতা ফুটে উঠবে। আমার বাবাকেও দেখেছি, এক রকম জেদ করতে। তবে, আসলে শক্তি সেটাই যেটা তোমাকে সহজ হতে শেখায় অন্য কোনও দুশ্চিন্তা ছাড়া। সারা ক্ষণ পুরুষ মানেই কঠিন— এই ছবির বিপরীতে গিয়ে ভাবলে নিজেদের কষ্টই লাঘব হয়।

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘ফাইটার’। দেশের প্রথম ‘অ্যারিয়াল অ্যাকশন’ সিনেমা ফাইটারের জন্য শরীরকে ঘন্টার পর ঘন্টা জিমে কাটিয়েছেন হৃতিক। খাবার খেয়েছেন মেপে, তবুও কাঙ্খিত সাফল্য আসেনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *