প্রেমিক নেই শ্রীলেখার, যেভাবে চলছে জীবন
টালিউডের সাহসী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের দিন ভালো যাচ্ছে না। প্রেমিক নেই বলে করছেন আফসোস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটিই জানিয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বরাবরারে মতোই সরব শ্রীলেখা। সেখানে ব্যক্তিজীবনের নানা বিষয় তুলে ধরেন তিনি। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে দেওয়া এক স্ট্যাটাসে তেমন কিছুই বলেছেন তিনি। শ্রীলেখা বলেন, ‘একটা বয়ফ্রেন্ড নেই যাকে বলব যাচ্ছি বাবু, ভীষণ মিস করব তোমায় বেবি। এখন মেয়ে ছাড়া কাউকেই টাটা করার নেই।’
২০০৩ সালে শিলাদিত্য স্যান্নালকে বিয়ে করেছিলেন শ্রীলেখা। ১০ বছর সংসারের পর ২০১৩ সালে বিবাহবিচ্ছেদের হয় তাদের। তাদের একমাত্র সন্তান ঐশী। সে শ্রীলেখার কাছেই থাকে। তবে বাবার সঙ্গেও যোগাযোগ নিয়মিত। সন্তানের কথা ভেবে শ্রীলেখা ও শিলাদিত্যও তাদের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন।
৮ বছর আগে বৈবাহিক সম্পর্কটা ভেঙে গেলেও পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করেননি টালিউডের এই অভিনেত্রী। শুধু তাই নয়, বিয়ের কথা ভাবেননি, প্রেমেও জড়াননি। তবে সঙ্গী বা প্রেমিক না থাকার কষ্ট এখন তিনি অনুভব করছেন।