প্রেমে পড়েছেন মিমি চক্রবর্তী!

Share Now..

টলিগঞ্জের গ্ল্যামারস অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাকে নিয়ে চর্চা হবে না তা কী করে হয়? ব্যক্তিজীবনে মিমি এখনও সিঙ্গেল। যে কারণে এই অভিনেত্রীকে নিয়ে প্রেমচর্চা টক অফ দ্য টাউন।

শোনা যাচ্ছে, প্রাক্তন এই সাংসদ সম্পর্কে জড়িয়েছেন। আর সরস্বতী পুজার দিন ভালবাসার কথা বললেন মন উজাড় করে। অভিনেত্রীর লাজুক চোখ বলে দিল অনেক না বলা কথাই। 

সরস্বতী পুজা মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। প্রতি বছরই এইদিনে প্রেমিক-প্রেমিকারা হাতে হাত ধরে বেড়িয়ে পড়েন প্রেম করতে। তবে না, মিমি সেরকম কিছু করেননি। শুধু পোস্ট করেছেন কয়েকটি ছবি। পরনে নীল কুর্তা, হাতে, গলায় ঠাসা সুতোর কাজ। সারা শরীরে ছোট বুটি। মিমির কানে ঝুমকো, কপালে নীল টিপ, খোলা চুল আর হাতে একটি বই, তবে তা বাংলা নয়।

মিমির এই লুকস থেকে চোখ সরানো যাচ্ছে না। মিমির টোল পড়া হাসি আর লাজুক চোখ বলে দিচ্ছে দারুণ কিছু ঘটে গেছে তার জীবনে।

ছবির সঙ্গে ক্যাপশন দিলেন রবীন্দ্রসঙ্গীতের কয়েকটি লাইন। ‘সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে/ তোমরা যে বল দিবস-রজনী ‘ভালবাসা’ ‘ভালবাসা’/ সখী ভালবাসা কারে কয়/ সে কি কেবলই যাতনাময়…’। সঙ্গে গোলাপি রঙের হার্ট ইমোজি।  তাহলে কি প্রেমেই পড়েছেন মিমি? নেটিজেনরা সেই প্রশ্নই তুলেছেন। যদিও তার উত্তর অবশ্য নায়িকার কাছ থেকে পাওয়া যায়নি। 

বেশ কিছুদিন ধরেই মিমির প্রেমে পড়ার খবরে সরগরম টলিপাড়া। দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন নায়িকা। এমনকি তার ভালো থাকা যে শুধু পরিবার ও পোষ্যদের ঘিরে সেটাও নানা সময় বলেছেন। 

কিন্তু অভিনেত্রীর জীবনেও নাকি এসেছে নতুন কোনও মানুষ। যতদূর জানা গেছে, তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। যদিও এ বিষয়ে এখনও মুখে কুলুপ মিমির। আর সরস্বতী পুজার সকালে এই ছবি ও ক্যাপশন অন্য কিছুই ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *