প্রেসক্লাব কোটচাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক শামসুজ্জামান চলে গেলেন না ফেরার দেশে
\ স্টাফ রিপোটার কোটচাঁদপুর \
ঝিনাইদহের কোটচাঁদপুরের প্রবীন সাংবাদিক, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি প্রেসক্লাব কোটচাঁদপুর। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, উপজেলা শাখার সহ সভাপতি। বাজেবামনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য ও সভাপতি। কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য। ঢাকা আহসানিয়া মিশন পরিবেশ (আপস) এর মাস্টার ট্রেইনার এবং বিভিন্ন সামাজিক সাংগঠনিক ব্যক্তিত্ব খোন্দকার শামসুজ্জামান (৬৫) রবিবার (১২ নভেম্বর) রাত ১২ টার দিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সে খোন্দকার পাড়ার মৃত খোন্দকার রহমতউল্লার বড়ো ছেলে ও বীর জনতা পত্রিকার নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ বাশার এর পিতা। সে কয়েক দিন যাবত শ্বাসকষ্ট জনিত কারণে ভুগছিলেন বলে জানা যায়। সোমবার (১৩ নভেম্বর) যোহর বাদ সরকারি কেএমএইচ ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে খোন্দকার পাড়ায় পারিবারিক করব স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, ছেলে, মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।