প্রয়াত বাবা ও মায়ের পথেই হাঁটছেন ইকু শিকদার
ঝিনাইদহ প্রতিনিধি ঃ
বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ( সোনা) শিকদার ছিলেন শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বাবার মৃত্যুর পর মা সদ্য প্রয়াত শিকদার শেফালী বেগম ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।
ব্যাপক জনপ্রিয়তায় গণমানুষের সোনা শিকদার হয়ে ওঠা প্রয়াত এ আওয়ামী লীগ নেতা দুই দুই বার বিপুল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হন সোনা শিকদার। ২০২০ সালের ৪ নভেম্বর তার মৃত্যুতে শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হলে উপ-নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সহধর্মীনী শিকদার শেফালী বেগম কে দলীয় মনোনয়ন দেন। নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন শিকদার শেফালী বেগম। প্রায় দেড় বছর তিনি সুনামের সাথে শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। অল্প সময়ের মধ্যে সৎ ও নির্লভ মানুষটি উপজেলাবাসীর মন জয় করে নেন। তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৫ মে হাজার হাজার কর্মী ও সমর্থককে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সোনা শিকদার ও তার সহধর্মীনী জনতার বিপদের বন্ধু হিসেবেই বেঁচে ছিলেন।এর পেছনে অন্যতম কারণ ছিলো সোনা শিকদার ও তার সহধর্মীনী কখনই সাধারণ মানুষের কাছ থেকে আড়াল হননি। যেখানে দূর্যোগ, সমস্যা, বিপদ সেখানে সবার আগে সোনা শিকদারের দেখা পেতেন উপজেলাবাসী।
সোনা শিকদার মারা যাওয়ার পর থেকে তার ছেলে বর্তমান শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান ইকু শিকদার প্রয়াত বাবা ও মায়ের পথেই হাঁটছেন। মানুষের পাশে থেকে সেবা করার প্রাণান্তকর চেষ্টা অব্যাহতও রেখেছেন। শৈলকুপার রাজনীতির মাঠে সক্রিয় ইকুকে সব সময় দেখা যায় অসহায় মানুষের পাশে।
করোনাকালীন সময়ে চিকিৎসাসেবা থেকে শুরু করে খাদ্যসামগ্রী বিতরণে ইকু শিকদারকে দেখা গেছে অসহায় মানুষের পাশে। এছাড়াও মসজিদ, মন্দির ও মাদ্রাসার উন্নয়নে সাহায়্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কোনো রাজনৈতিক ফায়দা হাসিল তার উদ্দেশ্য নয় বলেও জানিয়েছেন।
তিনি বলেছেন, উপজেলাবাসীর যেকোনো সমস্যায় বাবা ও মায়ের মতোই মানুষের পাশে থাকতে চান তিনি। তিনি মনে করেন, জনপ্র্রতিনিধি না হয়েও মানুষের কল্যাণে কাজ করা যায়। আর সেজন্য প্রয়োজন মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা। যা তিনি শিখেছেন তার প্রয়াত বাবা ও মায়ের কাছ থেকে। বাবা মায়ের আদর্শকে লালন করে মানুষের মাঝে বেঁচে থাকতে চান তিনি।
শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মতিয়ার রহমান বলেন, তার প্রয়াত বাবা ও মা ছিলেন আওয়ামীলীগের জন্য নিবেদিত প্রান, তাদের অবদান শৈলকুপা উপজেলাবাসী কোনদিন ভুলবে না ঠিক তেমনি তার ছেলে ইকু শিকদার বাবা ও মায়ের মত আওয়ামীলীগের জন্য নিবেদিত প্রাণ ও তাদের আদর্শকে লালন করে চলছেন।। এছাড়াও অসহায় সাধারণ মানুষের পাশে সব সময় তার সচল বিচরণ।