প্লে স্টোরের নতুন আপডেট

Share Now..

প্লে স্টোরে সম্প্রতি নতুন একটি আপডেট এসেছে। এক ডিভাইস থেকেই অন্য ডিভাইসে করা যাবে অ্যাপ ইনস্টল। আপনার ব্যবহার করা মোবাইল বাদেও অন্য মোবাইলে পছন্দের কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। সেজন্য অন্য মোবাইলটি প্রয়োজন হবে না। 

গুগলের দেওয়া তথ্যমতে, প্রতিষ্ঠানটির সব ডিভাইসের ক্ষেত্রেই নতুন আপডেটটি প্রযোজ্য। এখন আপনি আপনার মোবাইল থেকেই গুগলের অন্যান্য গ্যাজেটে কোনো অ্যাপ সার্ভিস চালু করতে পারবেন। এমনকি কোনো ইউজার ডাটাও সরিয়ে নিতে পারবেন। সিস্টেম অ্যাপ ও ইউজার অ্যাপ, এই দুটোর ক্ষেত্রেই নতুন এই ফিচারটি কার্যকর হবে। আর নতুন এই আপডেটে এক ফোন থেকে অন্য গুগল ডিভাইসের অ্যাপ আনিন্সটল করাও অনেক সহজ। ‘ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস’ অপশন থেকেই আপনি তা করতে পারবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *