ফতুল্লায় নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ 

Share Now..

স্পিনিং মিলের এক নারী কর্মীকে গণধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে। মামলার পর গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে তাৎক্ষনিক দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী বার্মশীল এলাকার বাবুলের বাড়ির ভাড়াটিয়া নূর হোসেন মানিক (১৮) ও ফতুল্লার কুতুব আইল কাঠেরপুল এলাকার আব্দুর রহিমের বাড়ির ভাড়াটিয়া ফারুক (২৩)। 

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি স্পিনিং মিলে ৩৪ বছর বয়সী ওই নারী শ্রমিক কাজ করেন এবং সিদ্ধিরগঞ্জেই একটি বাড়িতে ভাড়া থাকেন। গ্রেপ্তারদের মধ্যে একজন ওই নারীর পাশের কক্ষে ভাড়া থাকেন। এতে তাদের মধ্যে পরিচয় হয়। 

গত ১৬ মার্চ রাতে কারখানার ছুটির পর বাসায় আসার জন্য সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তখন পাশের কক্ষের ভাড়াটিয়া যুবক গিয়ে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ইজিবাইকে উঠিয়ে ফতুল্লার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকায় নিয়ে আসেন। এরপর এখানে একটি পরিত্যক্ত বাড়িতে রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দুই যুবক নারীকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন। 

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম আরও জানান, এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *